![]() |
ক্রিকেট |
এবি ডি ভিলিয়ার্স, ডেভিড ওয়ার্নারদের মতো মহাতারকাদের আগেই নিশ্চিত করেছিল দলগুলি। প্লেয়ার্স ড্রাফটে আকর্ষণ ছিল যাদের ঘিরে, তাদের মধ্যে লাসিথ মালিঙ্গাকে দলে নিয়েছে খুলনা টাইটানস। এছাড়া ক্যারিবিয়ান ওপেনার এভিন লুইস খেলবেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সে; ঢাকা ডায়নামাইটসে ইয়ান বেল।
ইংলিশ ব্যাটসম্যান বেল বিপিএলে খেলবেন প্রথমবার। প্রায় তিন বছর ধরে ইংল্যান্ড দলের বাইরে থাকলেও ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত খেলে চলেছেন এই স্টাইলিশ ব্যাটসম্যান। এ বছর কাউন্টি চ্যাম্পিয়নশিপে এখনও পর্যন্ত ১৪ ম্যাচে ৫ সেঞ্চুরিতে ১ হাজার ২৭ রান করে সর্বোচ্চ স্কোরার তিনি। ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টের সবশেষ আসরে ৪৮.৩৩ গড় ও ১৩৯.০৮ স্ট্রাইক রেটে করেছেন ৫৮০ রান।
ড্রাফটে বিদেশি ক্রিকেটারদের প্রথম ডাক ছিল দারুণ চমক জাগানিয়া। প্রতিষ্ঠিত বা খুব পরিচিত কাউকে নয়, প্রথম ডাকের সুযোগ পেয়ে সিলেট সিক্সার্স দলে নেয় ফ্যাবিয়ান অ্যালেনকে। গত ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলে আলোচনায় আসা অলরাউন্ডারের ওয়েস্ট ইন্ডিজের হয়ে আন্তর্জাতিক অভিষেক হয়েছে রোববার ভারতের বিপক্ষে ওয়ানডেতে।
প্রথম ডাকে এ রকম বিস্ময় উপহার এসেছে আরও। ঢাকা ডায়নামাইটসের প্রথম বিদেশি পছন্দ দক্ষিণ আফ্রিকার পেসার অ্যান্ড্রু বার্চ, খুলনা টাইটানস নেয় আফগান চায়নাম্যান বোলার জহির খানকে। প্রথম সুযোগে রাজশাহী নিয়েছে লঙ্কান পেসার ইসুরু উদানাকে।
পাকিস্তানি অলরাউন্ডার শহিদ আফ্রিদি দল পেয়েছেন প্রথম ডাকেই। তার ঠিকানা এবার কুমিল্লা ভিক্টোরিয়ান্স। রংপুর রাইডার্সের প্রথম পছন্দ রবি বোপারা। বর্তমান চ্যাম্পিয়নরা পরে নিয়েছে দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান রাইলি রুশোকে।
ড্রাফটে দল পাওয়া বিদেশিদের মধ্যে কৌতুহল জাগানিয়া নাম ছিল আরও। ইংলিশ পেসার প্যাট ব্রাউন খেলবেন সিলেটে, কুমিল্লায় আছেন আফগান বোলার ওয়াকার সালামখেইল, খুলনায় ক্যারিবিয়ান অলরাউন্ডার শেরফেইন রাদারফোর্ড।
ইংলিশ ব্যাটসম্যান লরি ইভান্সকে নিয়েছে রাজশাহী। ইংল্যোন্ডের সবশেষ ঘরোয়া টি-টোয়েন্টিতে ১৩৫.৮৪ স্ট্রাইকরেটে ৬১৪ রান করে সর্বোচ্চ স্কোরার ছিলেন ৩১ বছর বয়সী ব্যাটসম্যান। পরে নজর কেড়েছেন আফগান প্রিমিয়ার লিগেও।
বিদেশিরা কে কোন দলে:
রংপুর রাইডার্স:
ধরে রাখা: ক্রিস গেইল
সরাসরি চুক্তি: এবি ডি ভিলিয়ার্স, অ্যালেক্স হেলস
ড্রাফটে নেওয়া: রবি বোপারা, রাইলি রুশো, বেনি হাওয়েল, ওশান টমাস
ঢাকা ডায়নামাইটস:
ধরে রাখা: সুনিল নারাইন, রভম্যান পাওয়েল, কাইরন পোলার্ড
সরাসরি চুক্তি: আন্দ্রে রাসেল, হজরতউলল্লাহ জাজাই
ড্রাফটে নেওয়া: অ্যান্ড্রু বার্চ, ইয়ান বেল
সিলেট সিক্সার্স:
ধরে রাখা:, সোহেল তানভির
সরাসরি চুক্তি: ডেভিড ওয়ার্নার, সন্দিপ লামিচানে
ড্রাফটে নেওয়া: ফ্যাবিয়ান অ্যালেন, মোহাম্মদ ইরফান, গুলবদিন নাইব, আন্দ্রে ফ্লেচার, প্যাট ব্রাউন, নিকোলাস পুরান
খুলনা টাইটানস:
ধরে রাখা: কার্লোস ব্র্যাথওয়েট
সরাসরি চুক্তি: ডাভিদ মালান, আলি খান
ড্রাফটে নেওয়া: জহির খান, শেরফেইন রাদারফোর্ড, লাসিথ মালিঙ্গা, ইয়াসির শাহ, ব্রেন্ডন টেইলর
কুমিল্লা ভিক্টোরিয়ান্স:
ধরে রাখা: শোয়েব মালিক
সরাসরি চুক্তি: আসেলা গুনারত্নে, লিয়াম ডসন
ড্রাফটে নেওয়া: শহিদ আফ্রিদি, থিসারা পেরেরা, এভিন লুইস, ওয়াকার সালামখেইল, আমির ইয়ামিন
রাজশাহী কিংস:
সরাসরি চুক্তি: কাইস আহমেদ, ক্রিস্টিয়ান জঙ্কার
ড্রাফটে নেওয়া: ইসুরু উদানা, লরি ইভান্স, রায়ান টেন ডেসকাট, সিকুগে প্রসন্ন, মোহাস্মদ সামি
চিটাগং ভাইকিংস:
ধরে রাখা: সিকান্দার রাজা, লুক রনকি
সরাসরি চুক্তি: মোহাম্মদ শাহজাদ, রবি ফ্রাইলিঙ্ক
ড্রাফটে নেওয়া: ক্যামেরন দেলপোর্ত, দাসুন শানাকা, ইয়াসির আলি চৌধুরী, নাজিবুল্লাহ জাদরান
0 comments: