Showing posts with label ক্রিকেট. Show all posts
Showing posts with label ক্রিকেট. Show all posts
সাড়ে আট কোটির বোলার প্রথম ওভারেই দিলেন ২৫ রান

সাড়ে আট কোটির বোলার প্রথম ওভারেই দিলেন ২৫ রান


অফ স্পিন, লেগ ব্রেক, গুগলি, ক্যারাম বল, ফ্লিপার, টপ স্পিন এবং ব্যাটসম্যানের পায়ের পাতা লক্ষ্য করে দেয়া স্লাইডার আর্ম ইয়র্ক- এই সাত ধরনের বোলিং নিয়ে আইপিএলের নিলামে সাড়ে আট কোটি রুপিতে বিক্রি হয়েছিলেন তামিলনাড়ুর অনভিষিক্ত খেলোয়াড় বরুন চক্রবর্তী।

কিন্তু মূল আসরে নিজের অভিষেক ম্যাচে এত চড়া দামের প্রতি সুবিচার করতে পারেননি ২৭ বছর বয়সী এ রহস্য স্পিনার। বুধবার কলকাতার ইডেন গার্ডেনে নিজের প্রথম ওভারে খরচ করেছেন ২৫ রান। কলকাতার ক্যারিবীয় তারকা সুনিল নারিনের কাছে আইপিএল তথা টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের প্রথম ওভারেই হজম করেছেন ৩টি ছক্কা ও ১টি চার।

এক ওভারে করতে হয় ছয় বল, কিন্তু বরুনের হাতে রয়েছে সাতটি ভ্যারিয়েশন। ফলে নিলামের সময় তাকে নিয়ে কাড়াকাড়ি পড়ে যায় আইপিএলের প্রায় প্রতিটি ফ্রাঞ্চাইজির মধ্যে। কলকাতা নাইট রাইডার্সই প্রথম বরুনকে নেয়ার আগ্রহ প্রকাশ করে। কিন্তু তাকে ছাড়তে রাজি নয় অন্য কোনো ফ্রাঞ্চাইজিও।

একে একে তাই বরুনকে নেয়ার দৌড়ে যোগ দেয় দিল্লি ক্যাপিটালস, চেন্নাই সুপার কিংস, কিংস ইলেভেন পঞ্জাব, রাজস্থান রয়্যালস। শেষ পর্যন্ত ৮.৪০ কোটি রুপিতে তাকে দলে ভেড়ায় প্রীতি জিনতার দল কিংস ইলেভেন পাঞ্জাব।

ফলে সাত ভ্যারিয়েশনের প্রতিটির মূল্যই ছাড়িয়ে ১ কোটি রুপির উপরে। নিজের বেজ প্রাইস থেকে ৪২ গুণ বেশিতে বিক্রয় হওয়া বিস্ময়কর এই স্পিনারকে নিয়ে পুরো ভারতে সরগরম লেগে যায়। ভারতের হয়ে তো কখনো খেলার কথাই নেই। ঘরোয়া ক্রিকেটেও খুব একটা নামি-দামি ক্রিকেটার ছিলেন না তিনি।

কিন্তু আইপিএল নিলামে হঠাৎ তামিলনাডুর স্পিনারের এমন চড়া মূল্যে বিকোনো নিয়েই তাই তোলপাড় উঠে যায় সোশ্যাল মিডিয়ায়। রীতিমতো বিস্ময় প্রকাশ করেছেন সবাই। কারণ, নামটাই যে অধিকাংশের কাছে অজানা! তাই সবার আগ্রহে ছিলো বরুনের প্রথম ম্যাচকে ঘিরে।

আসরে নিজেদের প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে বরুন চক্রবর্তীকে একাদশে নেয়নি পাঞ্জাব। দ্বিতীয় ম্যাচে সেই কলকাতার বিপক্ষেই সুযোগ পান বরুন, যারা কি-না নিলামে প্রথম আগ্রহ প্রকাশ করেছিল বরুনের ব্যাপারে। কিন্তু এ দলের বিপক্ষে অভিষেক ওভার বা ম্যাচ কোনোটাই সুখকর হয়নি বরুনের।

ম্যাচে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় পাঞ্জাব। দ্বিতীয় ওভারেই রহস্য স্পিনার বরুনকে ডেকে নেন অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিন। প্রথম বলে ১ রান নিয়ে সুনিল নারিনকে স্ট্রাইক দেন ক্রিস লিন। মুখোমুখি প্রথম বলেই বরুনকে উড়িয়ে সোজা ডাগআউটে পাঠিয়ে দেন নারিন।

ওভারে তৃতীয় বলেও সজোরে হাঁকান নারিন। তবে এবার পান ২ রান। চতুর্থ বলে মিডউইকেট দিয়ে বাউন্ডারি হাঁকিয়ে নারিন যেন বরুনকে জানান দেন, 'বাছা, প্রতিযোগিতামূলক ক্রিকেটটা এত সহজ নয়।' সে ওভারের শেষ দুই বলেও অন সাইডে বিশাল দুইটি ছক্কা হাঁকান নারিন। সবমিলিয়ে ২৫ রান খরচ করে শেষ হয় বরুনের আইপিএল ক্যারিয়ারের প্রথম ওভার।

ইনিংসের দ্বিতীয় ও নিজের প্রথম ওভারেই ২৫ রান খরচ করায় বরুনকে আর পাওয়ার প্লে'তে বোলিং দেয়ার সাহস করেননি অশ্বিন। সপ্তম ওভারে পুনরায় আক্রমণে আসলে তাকে প্রথম বলেই ৪ চার মেরে স্বাগত জানান রবিন উথাপ্পা। সে ওভারে আরো ১টি বাউন্ডারিসহ ৯ রান তোলে কলকাতা। দুই ওভারে ৩৪ রান খরচ করে যেনো অন্ধকারে ডুবে যাচ্ছিলেন বরুন।

তবে ১৫তম ওভারে তৃতীয় ওভার করতে এসে দুর্দান্ত বোলিং করেন বরুন। প্রথম দুই বলে বোকা বানিয়ে তৃতীয় বলে সাজঘরে ফেরত পাঠান আগ্রাসী ব্যাটিং করতে থাকা নিতিশ রানাকে। সে ওভারের শেষ মাত্র ১ রান খরচ করেন বরুন। ফলে ৩ ওভারে ৩৫ রান খরচায় ১ উইকেট নিয়ে শেষ হয় সাত ভ্যারিয়েশন ও সাড়ে আট কোটি রূপির বোলার বরুন চক্রবর্তীর অভিষেক আইপিএল ম্যাচ।
 স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আসবে বিশ্ব একাদশ!

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আসবে বিশ্ব একাদশ!


গত বছর শ্রীলংকায় গিয়ে নিদাহাস ট্রফিতে খেলেছিল বাংলাদেশ; যে টুর্নামেন্ট আয়োজনের নেপথ্যে ছিল শ্রীলংকার স্বাধীনতার ৭০তম বার্ষিকী উদযাপন। ১৯৭১ সালে জন্ম নেওয়া বাংলাদেশ আগামী ২০২১ সালে পূর্ণ করতে যাচ্ছে স্বাধীনতার সূবর্ণজয়ন্তী। বছরটিকে স্মরণীয় করে বরণ করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও চাচ্ছে তেমনই একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করতে।
এ ছাড়া ২০২০ সালে যেহেতু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীও আছে, তাই ক্রিকেট আয়োজনকে বিশেষ রূপ দিতে সম্ভব হলে বিশ্ব একাদশকে আনার ভাবনা বিসিবির।
মঙ্গলবার বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর আয়োজন সম্পর্কে ধারণা দিতে গিয়ে বলেন, 'বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী আর স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে উপলক্ষ করে এখন থেকে আমরা একটা পরিকল্পনা করছি। এ নিয়ে কথাবার্তা চলছে। এমন একটা কিছু করতে চাচ্ছি, যেটা সারা পৃথিবীর যারা ক্রিকেট দেখে, তারা যেন একসঙ্গে বসে দেখতে চায়। তবে এটা খুবই প্রাথমিক পর্যায়ে আছে। এখনও কারও সঙ্গে আলাপ হয়নি।'
তিন বা তার বেশিসংখ্যক দেশ নিয়ে টুর্নামেন্ট আয়োজন করতে গেলে সময় বের করা হবে জটিল কাজ। কারণ আইসিসির এফটিপিতে সবগুলো দেশেরই সারা বছরের সিডিউল হয়ে গেছে। দেশগুলোর সময় বের করা সম্ভব না হলেও বিকল্প উপায় হতে পারে বিশ্ব একাদশ এনে বিশেষ কোনো ম্যাচ বা তিন ম্যাচের সিরিজ খেলা।
বিসিবি প্রধানের ভাবনায় আছে এটিও, 'বিশ্ব একাদশ বনাম বাংলাদেশ একাদশ... এ ধরনের কিছুই। তবে সবকিছু নির্ভর করছে আন্তর্জাতিক সূচির ওপর। সব দেশকে পাওয়া খুব কঠিন। এ জন্য সব থেকে বেশি খেলোয়াড় বিভিন্ন দেশ থেকে এনে একটা প্রতিনিধিত্বমূলক ম্যাচ খেলা পাশাপাশি আইসিসি থেকে ওটার স্বীকৃতি পাওয়া। এ নিয়ে ইতিমধ্যে আমরা আইসিসিকে লিখেছি।'
সাকিবদের হারানোর পর বাংলায় যা বললেন শাহরুখ

সাকিবদের হারানোর পর বাংলায় যা বললেন শাহরুখ


আইপিএলের দ্বাদশ আসরে নিজেদের প্রথম ম্যাচে রুদ্ধশ্বাস জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। টানটান উত্তেজনার ম্যাচে সাকিব আল হাসানদের সানরাইজার্স হায়দরাবাদকে ৬ উইকেটে হারিয়েছে ওপার বাংলার দলটি। জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে পেরে স্বভাবতই খুশি কেকেআর মালিক শাহরুখ খান। আনন্দে আটখানাও তিনি।

আইপিএলে নিজের দলের প্রথম ম্যাচে গলা ফাটাতে প্রতিবারই গ্যালারিতে দেখা গিয়েছে কিং খানকে। এবারও ব্যতিক্রম ঘটেনি। দীনেশ কার্তিকদের চিয়ার করতে রোববার দুপুরেই ঘরের মাঠ ইডেন গার্ডেনে পৌছেঁ যান তিনি।

এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় কেকেআর। আগে ব্যাট করে ডেভিড ওয়ার্নারের ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ১৮১ রান করে হায়দরাবাদ। এ দিয়ে আইপিএলে অজি তারকার প্রত্যাবর্তনটা হলো দুর্দান্ত। ৫৩ বলে ৯ চার ও ৩ ছক্কায় ৮৫ রান করেন বাঁহাতি বিধ্বংসী ওপেনার। এছাড়া বিজয় শংকর খেলেন ২৪ বলে ২টি করে চার–ছক্কায় হার না মানা ৪০ রানের টর্নেডো ইনিংস।

রান তাড়া করতে নেমে সূচনালগ্নে ধাক্কা খায় কলকাতা। দ্রুত ফিরে যান বিস্ফোরক ব্যাটার ক্রিস লিন। পরে সমানতালে রান তুললেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নাইটসরা। ফলে ম্যাচ প্রায় চলে যায় হাতের বাইরে। ওই সময় দলের হাল ধরেন আন্দ্রে রাসেল ও নিতেশ রানা। এক পর্যায়ে থেমে যান রানা।

শেষ ওভারে দুই ছক্কা মেরে দলকে জেতান শুভমান গিল। ওই ওভার করছিলেন সাকিব। তবে এদিন সবাইকে ছাপিয়ে যান রাসেল। প্রায় সব বলকেই হেলায় মাঠের বিভিন্ন স্ট্যান্ডে ফেলেন ক্যারিবিয়ান তারকা। মাত্র ১৯ বলে ৪৯ রান করে শেষপর্যন্ত অপরাজিত থাকেন তিনি।

কাঙ্ক্ষিত জয় পেয়ে উল্লাসে ফেটে পড়েন শাহরুখ খান। যেন হাঁফ ছেড়ে বাঁচেন তিনি। আনন্দের আতিশষ্যে মুখ দিয়ে আওড়ান বাংলা। বলেন শেষপর্যন্ত জিতলাম রে...। পরে গোটা মাঠ প্রদক্ষিণ করেন বলিউড বাদশাহ। ভক্ত-সমর্থকদের জানান ধন্যবাদ।

বাংলাদেশকে তীব্র অবজ্ঞা করলেন শহীদ আফ্রিদি

বাংলাদেশকে তীব্র অবজ্ঞা করলেন শহীদ আফ্রিদি


ক্রিকেট মাঠে শক্তির লড়াই নিয়ে বাংলাদেশকে তীব্র অবজ্ঞা করলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান পাকিস্তান সিরিজে বেশ কিছু সিনিয়র খেলোয়াড়কে বিশ্রামে রাখার জেরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমনটাই বলেন।
সংবাদ সম্মেলনে এক সাংবাদিক অফ্রিদিকে প্রশ্ন করেন, আসন্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজে সরফরাজ আহমেদ ও বাবার আজমের মতো সিনিয়র বেশ কিছু খেলোয়াড়কে বিশ্রাম দেওয়া ঠিক হয়েছে কি? 
জবাবে শুরুতেই বাংলাদেশকে তীব্র অবজ্ঞা করেন আফ্রিদি। বলেন, দেখুন, সিরিজটা যদি বাংলাদেশ বা জিম্বাবুয়ের মতো র‍্যাঙ্কিংয়ের ষষ্ঠ, সপ্তম কিংবা অষ্টম দলের সঙ্গে হতো তাহলে না হয় বুঝতাম তাদের বিশ্রামে দেওয়া ঠিক হয়েছে। কিন্তু সিরিজটা অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের সঙ্গে হওয়ায় এখানকার ম্যাচ জয়ের পারফরম্যান্স বিশ্বকাপের আগে খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়িয়ে দিতো। তাই আমার মনে হয় সিনিয়র খেলোয়াড়রা দলের সঙ্গে থাকলেই ভালো হতো। এমন তো না যে তারা ১৫-২০ বছর ক্রিকেট খেলেছে, তারাও তো কয়েক দিন আগে থেকেই খেলা শুরু করেছে। তাই তাদের দলে রাখলেই বোধ হয় ভালো হতো।’
ওপরের এই কথাগুলোর মধ্য দিয়ে যে বাংলাদেশ তীব্র অবজ্ঞা করেছেন শহীদ আফ্রিদি তা বুঝতে কারও অসুবিধা হওয়ার কথা নয়। অথচ পরিসংখ্যান বলছে, ২০১৫ সাল থেকে বাংলাদেশ আর পাকিস্তান ক্রিকেটের তিন সংস্করণে মুখোমুখি হয়েছে ৯ বার। এর মধ্যে দুটি টেস্টের একটি ড্র ও একটিতে জিতলেও ওয়ানডে আর টি-টোয়েন্টিতে বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি পাকিস্তান। তিন টি-টোয়েন্টির দুটিতেই হেরেছে, হেরেছে চারটি ওয়ানডের প্রত্যেকটিতে। এর মধ্যে ২০১৫ সালে টি-টোয়েন্টিতে হারানো ম্যাচের অধিনায়ক ছিলেন এই শহীদ আফ্রিদিই। আর সর্বশেষ এশিয়া কাপে এই পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ। মাঝে বিশ্বকাপ মিসের শঙ্কায় পড়েছিল যে পাকিস্তান, এখন সেই দলের সাবেক অধিনায়ক কিনা বাংলাদেশকেই অবজ্ঞা করছেন।
অথচ বাংলাদেশ ক্রিকেটারদের সাম্প্রতিক পারফরম্যান্স নাড়িয়ে দিয়েছে 'বাংলাদেশ ক্রিকেট' বিদ্বেষী ভারতের সাবেক মারকুটে ওপেনার বীরেন্দ্র শেবাগকেও। আগামী ৩০ মে ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিতব্য ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের দল নিয়ে মন্তব্য করতে গিয়ে যেখানে তিনি বাংলাদেশকে বাঘ বলে সম্বোধন করেছেন।  এবং পাকিস্তানকে দিয়েছেন অনিশ্চয়তার তকমা। 
ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বর্তমানের পাকিস্তানের পরই ৭ নম্বরে বাংলাদেশ। ওয়ানডেতে তাই বাংলাদেশকে এভাবে অবজ্ঞা করার আগে বাংলাদেশের বিপক্ষে তাদের পরিসংখ্যানটার দিকে নজর দেওয়া উচিত ছিল বলে মনে করছেন বাংলাদেশিরা। তাদের দাবি, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সামনে পড়লে পাকিস্তানের মাথা নিচু করে মাঠ ছাড়ার অভ্যাস তৈরি হয়েছে, এটা হয়তো আফ্রিদি দেখেও না দেখার ভান করছেন। আর না দেখতে পেলে সামনে দিনে মুখোমুখি লড়াইয়ে টাইগাররা সেটা ভালো করে দেখিয়ে দেবেন বলেও মনে করেন বাংলাদেশি ক্রিকেটভক্তরা।
বিডি-প্রতিদিন/২৫ মার্চ, ২০১৯/মাহবুব
অন্যান্য খেলাধুলা  বিয়ের পর দোয়া চাইলেন মিরাজ

অন্যান্য খেলাধুলা বিয়ের পর দোয়া চাইলেন মিরাজ


স্পোর্টস রিপোর্টার : নতুন ইনিংস শুরু করেছেন ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। গতকাল রাবেয়া আখতার প্রীতির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। মিরাজ এবং তার স্ত্রী দুজনেরই বাড়ি খুলনাতে। আপাতত তাদের আকদ হয়েছে। বিশ্বকাপের পর ঘটা করে অনুষ্ঠান করা হবে জানিয়েছেন মিরাজ। বিয়ের পর সকলের কাছে দোয়া চেয়েছেন মেহেদী হাসান মিরাজ। বৃহস্পতিবার ফেসবুকে বিয়ের ছবি আপলোড করে মিরাজ লিখেন, ‘আলহামদুলিল্লাহ। জীবনের নতুন জার্নি শুরু করলাম। আমার ফ্যান ও শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ করব, নতুন এই যাত্রায় আপনারা আমাদের জন্য দোয়া করবেন। মহান আল্লাহ তায়ালা যেন আমাদের উপর রহমত বর্ষণ করেন।’ ২০১৬ সালে বাংলাদেশে অনুষ্ঠিত আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন মিরাজ। এর আগে সবার মাঝে মিরাজ পরিচিত থাকলেও এই বিশ্বকাপ থেকে মোটামুটি তার পরিচিতি ছড়িয়ে পড়ে। মিরাজের হাত ধরে এই বিশ্বকাপের সেমিতে খেলেছিল বাংলাদেশ। একই বছর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মিরাজের। ওই বছরের অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচের মাধ্যমে জাতীয় দলের জার্সি গায়ে প্রথম ম্যাচ খেলেছিলেন এই ক্রিকেটার। অভিষেক সিরিজেই বাজিমাত করেছিলেন তিনি। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ব্যাট-বল হাতে ক্রিকেট মাঠ মাতানোর পর এবার জীবনের নতুন ইনিংস শুরু করলেন মিরাজ।