মিসবাহর উইকেট দিয়ে দিন শুরু বাংলাদেশের

শেয়ার করুন প্লিজ

ইউনিস খান ও আজহার আলীর সেঞ্চুরির ওপর ভর করে ঢাকা টেস্টের প্রথম দিনটি নিজেদের করে নিয়েছিল সফরকারী পাকিস্তান। ৩ উইকেটে ৩২৩ রান করে বড় ইনিংস গড়ার আভাস দিয়ে রেখেছিল তারা।
তবে দ্বিতীয় দিনের শুরুতে পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল-হককে সাজঘরে ফিরিয়ে শুভ সূচনা করলেন সাকিব আল হাসান। আগের দিনের ৯ রান নিয়ে খেলা শুরু করা অতিথি দলের দলপতি দ্বিতীয় দিন একটিও আর রান সংগ্রহ করতে পারেননি। দলীয় রান তখন ৩২৩।
ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় ওভারে সাকিবের বল সরাসরি মিসবাহ’র উইকেটে আঘাত হানে। এসময় আজহার আলী ১২৭ রানে ব্যাট করছিলেন। মিসবাহ আউট হওয়ার পর ক্রিজে আসেন আসাদ সফিক।
এ রিপোর্ট লেখার সময় পাকিস্তানের সংগ্রহ ছিল ১০২ ওভারে ৩৩৮/৪। উইকেটে আজহার আলি ১৩৫ এবং আসাদ শফিক ৭ রান নিয়ে ব্যাট করছেন।
শেয়ার করুন প্লিজ

লেখক : verified_user

0 comments: