Showing posts with label খেলা. Show all posts
Showing posts with label খেলা. Show all posts
অন্যান্য খেলাধুলা  বিয়ের পর দোয়া চাইলেন মিরাজ

অন্যান্য খেলাধুলা বিয়ের পর দোয়া চাইলেন মিরাজ


স্পোর্টস রিপোর্টার : নতুন ইনিংস শুরু করেছেন ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। গতকাল রাবেয়া আখতার প্রীতির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। মিরাজ এবং তার স্ত্রী দুজনেরই বাড়ি খুলনাতে। আপাতত তাদের আকদ হয়েছে। বিশ্বকাপের পর ঘটা করে অনুষ্ঠান করা হবে জানিয়েছেন মিরাজ। বিয়ের পর সকলের কাছে দোয়া চেয়েছেন মেহেদী হাসান মিরাজ। বৃহস্পতিবার ফেসবুকে বিয়ের ছবি আপলোড করে মিরাজ লিখেন, ‘আলহামদুলিল্লাহ। জীবনের নতুন জার্নি শুরু করলাম। আমার ফ্যান ও শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ করব, নতুন এই যাত্রায় আপনারা আমাদের জন্য দোয়া করবেন। মহান আল্লাহ তায়ালা যেন আমাদের উপর রহমত বর্ষণ করেন।’ ২০১৬ সালে বাংলাদেশে অনুষ্ঠিত আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন মিরাজ। এর আগে সবার মাঝে মিরাজ পরিচিত থাকলেও এই বিশ্বকাপ থেকে মোটামুটি তার পরিচিতি ছড়িয়ে পড়ে। মিরাজের হাত ধরে এই বিশ্বকাপের সেমিতে খেলেছিল বাংলাদেশ। একই বছর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মিরাজের। ওই বছরের অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচের মাধ্যমে জাতীয় দলের জার্সি গায়ে প্রথম ম্যাচ খেলেছিলেন এই ক্রিকেটার। অভিষেক সিরিজেই বাজিমাত করেছিলেন তিনি। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ব্যাট-বল হাতে ক্রিকেট মাঠ মাতানোর পর এবার জীবনের নতুন ইনিংস শুরু করলেন মিরাজ।
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ



ক্রীড়া ডেস্ক : অভিষেক ম্যাচে শূন্যতে ফিরে যাওয়া ফজলে রাব্বিকে রেখেই মাঠে নেমেছে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচের একাদশে নেই কোনো পরিবর্তন। পরিবর্তন যে হবে না তার আভাস অবশ্য অধিনায়ক মাশরাফি গতকালই দিয়ে রেখেছিলেন।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বুধবার টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। রাতে চট্টগ্রামে কুয়াশার প্রকোপ খুব কমও না। এই মাঠে গেল বিপিএল বেশ ভুগিয়েছে পরে বোলিং করা দলকে। তাই জেনেশুনে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়ার কথাও না বাংলাদেশের। এদিকে ক্রেইগ আরভিনের বদলে দলে জিম্বাবুয়ে একাদশে জায়গা করে নিয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার এলটন চিঙ্গাম্বুরা।
বাংলাদেশ একাদশ : লিটন দাস, ইমরুল কায়েস, ফজলে মাহমুদ রাব্বি, মুশফিকুর রহিম, (উইকেটকিপার), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), নাজমুল ইসলাম অপু, মুস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে একাদশ : হ্যামিলটন মাসাকাদজা (অধিনায়ক), কেফাস ঝুওয়াও, ব্রেন্ডন টেইলর (উইকেটকিপার), শন উইলিয়ামস, পিটার মুর, সিকান্দার রাজা, এলটন চিঙ্গাম্বুরা, ডোনাল্ড তিরিপানো, ব্রান্ডন মাভুতা, কাইল জারভিস, টেন্ডাই চাতারা।
ইমরুল-লিটন তাণ্ডবে বাংলাদেশের সিরিজ জয়

ইমরুল-লিটন তাণ্ডবে বাংলাদেশের সিরিজ জয়



হেসে খেলে সিরিজ জয় করলো বংলাদেশ। ইমরুল-লিটন তাণ্ডবে ২৪৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৩৫ বল বাকি থাকতেই মাত্র ৩ উইকেট হারিয়ে ২৫০ রান করে তারা। লিটন ৮৩ ও ইমরুল করেন ৯০ রান। মুশফিক ৪০ রানে অপরাজিত ছিলেন। জিম্বাবুয়ের পক্ষে ৩টি উইকেটই নেন সিকান্দার রাজা।
লিটন বিদায় নিলেও কাঁপাচ্ছেন ইমরুল-মুশফিক
সেঞ্চুরির দ্বারপ্রান্তে গিয়েও ফিরে যেতে হলো লিটন দাসকে। উদ্বোধনী জুটিতে ইমরুল কায়েসকে সঙ্গে নিয়ে দুর্দান্ত সূচনা করেন তিনি। ৭৭ বলে ৮৩ রান করেন তিনি। এরপর ফজলে মাহমুদ ব্যাট করতে এলেও স্ট্যাম্পিংয়ের শিকার হয়ে ০ রানে ফিরে গেছেন। বর্তমানে ক্রিজে আছেন ইমরুল ও মুশফিক। দুজনের ব্যাটে জয়ের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ৩২ ওভারের খেলা শেষে ২ উইকেটে ১৮১ রান। ৭৫ ও ১৫ রান নিয়ে ব্যাট করছেন ইমরুল ও মুশফিক।
বিনা উইকেটে উড়ছে বাংলাদেশ
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয়ে ২৪৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ দল। ইনিংসের দ্বিতীয় বলে এলবিডব্লিউ হয়ে রিভিউ নিয়ে নতুন জীবন পাওয়া লিটন কুমার দাসের সঙ্গে উদ্বোধনীতে ৫০ রানের জুটি গড়েছেন ইমরুল কায়েস।
সিরিজ জয়ের লক্ষ্য ২৪৭
চট্টগ্রামে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে বাংলাদেশের সামনে ২৪৭ রানের লক্ষ্য দাঁড় করিয়েছে জিম্বাবুয়ে। টস হেরে ব্যাটে করতে নামা জিম্বাবুয়ে শুরুতেই উইকেট হারায়। কিন্তু দ্বিতীয় উইকেটে ৫২ ও তৃতীয় উইকেট ৭৭ রানের জুটিতে ভালো ভিত্তি পাই তারা। টপ অর্ডারের অন্য ব্যাটসম্যানরাও দৃঢতা দেখায়। কিন্তু শেষটা বাংলাদেশ বোলাররা নিজেদের নিয়ন্ত্রনে রাখে। আর তাতে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৪৬ রান তুলতে পারে তারা।
জিম্বাবুয়ে শুরুতে ১৮ রানের মাথায় প্রথম উইকেট হারায়। এরপর ৭০ রানের মাথায় ফিরে যান জহুয়া। তিনি ফিরে যাবার পর টেইলর-উইলিয়ামসের উইকেটে ভর করে ৭৭ রান যোগ করে সফরকারীরা। ব্যক্তিগত ৭৫ রানে ভয়ঙ্কর হওয়া টেইলরকে ফেরান মাহমুদুল্লাহ। এরপর ৪৭ রানে সাইফউদ্দিন ফেরান শেন উইলিয়ামসকে।
কিন্তু টেইলর-উইলিয়ামসকে আউট করেও জিম্বাবুয়েকে বড় চাপে ফেলতে পারেনি বাংলাদেশ। এরপর ক্রিজে আসা সিকান্দার রাজাও ভালো শুরু করেন। তিনি খেলেন ৬১ বলে ৪৯ রান। এরপর মাশরাফির বলে ফেরেন। জিম্বাবুয়ের রান তখন ৪৫.৩ ওভারে ৫ উইকেটে ২২৯। দলের ওই রানেই ফিরে যান পিটার মুর। পরের ৪ ওভারে জিম্বাবুয়ে মাত্র ১৭ রান তুলতে পারে।
বাংলাদেশ দ্বিতীয় ওয়ানডে ম্যাচেও অপরিবর্তিত দল নিয়ে মাঠে নেমেছে। ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক ম্যাচে শূন্য করে ফেলা ফজলে রাব্বি আছেন একাদশে। এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে জিম্বাবুয়ে। তাদের দলে ফিরেছেন এলটন চিগুমবুরা।
চট্টগ্রামে শিশির কারণ হয়ে দাঁড়াতে পারে। এছাড়া সর্বশেষ সাত দিবারাত্রীর ওয়ানডে ম্যাচের চারটিতে এখানে পরে ব্যাট করা দল জয় পেয়েছে। তাই টসে জয় বাংলাদেশের পক্ষে গেছে। বাংলাদেশ অধিনায়ক বল করার সিদ্ধান্ত নিতেও হয়তো খুব বেশি ভাবেননি।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, ইমরুল কায়েস, ফজলে রাব্বি, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ, মেহেদি মিরাজ, সাইফউদ্দিন, মাশরাফি মর্তুজা (অধি.), মুস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম অপু।
জিম্বাবুয়ে একাদশ: হ্যামিলটন মাসাকাদজা (অধি.), ক্যাপহাস জহুয়া, ব্রেন্ডন টেলর, শেন উইলিয়ামস, সিকান্ডার রাজা, এলটন চিগুমবুরা, পিটার মুর, কাইল জারভিস, ব্রেন্ডন মাভুত, ডোনাল্ড ট্রিপানো, টেন্ডি সাতারা।
লড়াই করেই জবাব দিতে চায় বাংলাদেশ

লড়াই করেই জবাব দিতে চায় বাংলাদেশ

bangladesh

তাসকিনের অ্যাকশনে সমস্যা নেই।’ ‘তাসকিনের অ্যাকশনে সমস্যা নেই।’ ‘তাসকিনের অ্যাকশনে সমস্যা নেই।’ পুরো সংবাদ সম্মেলনে কথাটা মাশরাফি বিন মুর্তজা বলেছেন বারবার। মাশরাফি আবেগী মানুষ। কিন্তু তাসকিনের ব্যাপারে জোর দিয়ে যে বলছেন, সেটা শুধু আবেগ থেকে নয়। আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন ১৫ বছর ধরে। সেই দেড় দশকের অভিজ্ঞতা থেকেই কথাটা বলেছেন মাশরাফি। শুধু আবেগী হলে আরাফাত সানির ব্যাপারেও একইভাবে জোর দিয়ে বলতেন।

দলের মানসিক অবস্থা এই মুহূর্তে ভালো নয়। সবকিছু এলোমেলো হয়ে আছে। একদম শেষ মুহূর্তে দলে যোগ দিয়েছেন দুজন নতুন খেলোয়াড়। সব মিলিয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে মাশরাফি। দলকে মানসিকভাবে চাঙা রাখাই এখন কঠিন।
তবু এই কঠিন পরিস্থিতিটাকেই প্রেরণার মন্ত্র বানাচ্ছেন মাশরাফি। বলছেন, আগামীকাল জয়ের জন্যই লড়াই করবে দল, ‘আমরা অবশ্যই মাঠে নামব জয়ের জন্য। সেটা যে-ই খেলুক না কেন। আমাদের প্রথম কাজই হবে জয়ের জন্য মাঠে নামা।’ সতীর্থদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়েও লড়াই করতে বললেন তিনি, ‘আমি সবার দিকেই তাকিয়ে আছি। বিশেষ করে টি-টোয়েন্টিতে দলের সবার ছোট ছোট অবদানেই ম্যাচে জেতা যায়। আমি প্রত্যেকটা খেলোয়াড়ের দিকে তাকিয়ে আছি।’
এখন পর্যন্ত এই গ্রুপে বাংলাদেশ আর অস্ট্রেলিয়াই জয় পায়নি। কালকের ম্যাচটি দুই দলের জন্যই বাঁচা মরার। অস্ট্রেলিয়াও প্রাণপণ লড়াই করবে। এটা মাশরাফির চ্যালেঞ্জ আরও কঠিন করে তুলছে। কিন্তু মাশরাফি জানালেন, তাঁরা প্রস্তুত, ‘আমাদের গ্রুপটা অনেক বেশি কঠিন। অস্ট্রেলিয়া আছে। কাজটা এমনিতেই কঠিন ছিল, আরও কঠিন হয়ে গেছে। আমাদের অবশ্যই প্রথম চাওয়া থাকবে ম্যাচটা যেন আমরা জিততে পারি। ওভাবেই আমরা পরিকল্পনা করব।’
তাসকিন-সানিরা না থাকলেও দলের সঙ্গে থাকবেন। তাঁদের স্কোয়াডে আছে ধরে নিয়েই খেলবে বাংলাদেশ। মাশরাফি সেটাই জানিয়ে দিলেন, ‘এখানে হয়তো কেউই ওইভাবে অনুভব করতে পারবে না, আমরা কীভাবে আছি। তাসকিন বা সানির সঙ্গে আমরা শেষ সময়গুলো কীভাবে কাটিয়েছি। ওই ছেলেদের কষ্টটা আমরা অনুভব আমরা করতে পারছি।’
এই দুজনের জন্যই সতীর্থদের উজাড় করে দিতে বললেন মাশরাফি, ‘আমরা শতভাগ দিয়ে চেষ্টা করব। দুইটা ছেলে আমাদের সঙ্গে সময় কাটিয়েছে। এই দুটি ছেলেকে দেশে ফিরে যেতে হবে। হয়তোবা সানিরটা মেনে নেওয়া গেছে। আমরা মেনেও নিয়েছি। কিন্তু তাসকিনেরটা বৈধ এই বিশ্বাস আমাদের মধ্যে আছে। কিন্তু আমরা যেটা বিশ্বাস করি সেটা তো বাস্ত​ব হচ্ছে না। এখন তাকে চলে যেতে হচ্ছে। জিনিসটা এখন চাইলেও ভুলে থাকা কঠিন। এখন এই বাস্তবতা মেনে নিয়ে মাঠে নামতে হবে। এই মুহূর্তে এতটুকু বলতে পারি আমাদের সর্বোচ্চ চেষ্টা আমরা করব।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচেই তাসকিনকে চায় বিসিবি

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচেই তাসকিনকে চায় বিসিবি

Taskin and Sunny suspended from bowling due to actions

বেঙ্গালুরুতে আগামীকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচেই তাসকিন আহমেদকে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ নিয়ে জোর তৎপরতা চালানো হচ্ছে বলে বিশেষ সূত্রে জানা গেছে।

গত দুই দিন ধরেই বিসিবি সভাপতি নাজমুল হাসান যোগাযোগ রক্ষা করে চলেছেন আইসিসির শীর্ষ কর্তাব্যক্তিদের সঙ্গে। বোর্ড সভাপতি তাসকিনের নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে এরই মধ্যে কথা বলেছেন আইসিসির সভাপতি শশাঙ্ক মনোহর, প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন ও সংস্থার প্রধান আইন কর্মকর্তার সঙ্গে।

এদিকে তাসকিনের নিষেধাজ্ঞার বিরুদ্ধে করণীয় ঠিক করতে আজ রোববার সকালে বিসিবি সভাপতি নাজমুল হাসানের গুলশানের বাসায় এক বৈঠকে বসেছিলেন বোর্ডের শীর্ষ কর্মকর্তারা। আইনজীবীদের পরামর্শে এই বৈঠকেই তাসকিনের নিষেধাজ্ঞার বিষয়টি পুনর্বিবেচনার আবেদনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার আবেদন তো করা হবেই, বিসিবির চাওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগেই তাসকিনের নিষেধাজ্ঞা প্রত্যাহার।