এ ব্যাপারে র্যাব ও যুবকের স্বজন পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছে। শুক্রবার সদর উপজেলার জয়বাংলা হাট থেকে ডিপ্লোমা প্রকৌশলী নাজমুল হাসান শামীমকে র্যাব আটক করে। আটক শামীম উপজেলার শাখারিয়া ইউনিয়ন পরিষদের সদ্য নির্বাচিত চেযারম্যান কামরুল হুদা উজ্জ্বলের ছোটো ভাই। কামরুল হুদা উজ্জ্বলের দাবি, তার রাজনৈতিক প্রতিপক্ষ ষড়যন্ত্র করে তার ভাইকে ফাঁসিয়েছে। চেযারম্যান ও যুবলীগ নেতা কামরুল হুদা উজ্জ্বল বলেন, শুক্রবার সন্ধ্যায় জয়বাংলা হাটে শত শত মানুষের উপস্থিতিতে তার ভাইকে একটি প্রাইভেট কারে (ঢাকা মেট্র খ- ১২-২০২৪) তুলে নিয়ে যায় র্যাব সদস্যরা। উজ্জ্বল বলেন, তাকে টেনে হিঁচড়ে নেওয়ার সময় তিনি ননিজে ও হাটের লোকজন বাধা দিলে র্যাব সদস্যরা নিজেদের পরিচয় দিয়ে বলেন যে শামীমকে জিজ্ঞাসাবাদের জন্য র্যাব অফিসে নিতে হবে। এ সময়ং র্যাব সদস্যরা শামীমের দেহ তল্লাশি করে কিছু টাকা ও মোবাইল ফোন বের করে সেটা তাকে (উজ্জ্বল) বুঝিয়ে দিয়ে শামীমকে উঠিয়ে নিয়ে যায় বলে উজ্জ্বল জানান।
0 comments: