ধানের শীষময় বগুড়া-৪ আসন, কোনঠাসা নৌকার প্রার্থী

শেয়ার করুন প্লিজ

বগুড়া-৪ (কাহালু ও নন্দীগ্রাম) নির্বাচনী এলাকা ধানের শীষময় হয়ে উঠেছে। কারণ জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত বিএনপির প্রার্থী বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোশাররফ হোসেনের পক্ষে পুরো এলাকায় ধানের শীষের রব উঠেছে। পুরো নির্বাচনী এলাকা চড়ে বেড়াচ্ছেন তিনি।
বিএনপি ও জামায়াতের ঘাঁটি হিসেবে পরিচিত এ আসনে নৌকার প্রার্থী জাসদ (ইনু) নেতা একেএম রেজাউল করিম তানসেন জোটের শরিক আওয়ামী লীগ, জাতীয় পার্টি এমনকি নিজ দলের অভ্যন্তরীন কোন্দলের কারণে এখন কোনঠাসা। তাই তিনি নিজ দলের কিছু সংখ্যক কর্মী নিয়ে নন্দীগ্রাম উপজেলায় ভোট চাচ্ছেন। এখনও কাহালু উপজেলায় ঢুকতেই পারেননি।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ধানের শীষের পক্ষে বৃহস্পতিবার কাহালু উপজেলার দূর্গাপুর ও জামগ্রাম ইউনিয়নে পথসভা, গণসংযোগ ও জনসভায় অংশ নেন মোশাররফ হোসেন। তিনি দলের নেতাকর্মীদের বিশাল বহর নিয়ে বৃহস্পতিবার সকালে দূর্গাপুর বাজার থেকে গণসংযোগ শুরু করেন। এরপর তিনি ওই ইউনিয়নের দেওগ্রাম, চারমাথা, নওদাপাড়া, চাঁনপুরা, পাঁচপীর, সিংড়ায় প্রচারনা শেষে বিকেলে জামগ্রাম বাজারে নির্বাচনী সভায় অংশ নেন।
জনসভায় তিনি বলেন, গণতন্ত্র পুনঃরুদ্ধার , খালেদা জিয়াকে মুক্ত এবং তারেকে রহমানকে দেশে ফিরিয়ে আনতে ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী করতে হবে।
ইউনিয়ন আহবায়ক খায়রুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা আহবায়ক কাজী আবুল বাশার, সদস্য সচিব রফিকুল ইসলাম, বিএনপি নেতা আনিসুর রহমান, হাফিজুর রহমান, এমএ হান্নান, আব্দুর রশিদ, খায়রুল আলম, শফিকুল ইসলাম, বেলায়েত হোসেন আদর প্রমুখ।
শেয়ার করুন প্লিজ

লেখক : verified_user

0 comments: