পিকেআর প্রেসিডেন্ট হলেন আনোয়ার ইব্রাহিম

শেয়ার করুন প্লিজ


পার্লামেন্ট সদস্য নির্বাচিত হওয়ার পর এবার পিপলস জাস্টিস পার্টির(পিকেআর) প্রেসিডেন্ট নির্বাচিত হলেন দেশীটর প্রবাদপ্রতীম রাজনীতিক আনোয়ার ইব্রাহিম। ২০০৩ সালে আনোয়ার ইব্রাহিম দলটি প্রতিষ্ঠা করলেও তিনি এর নেতৃত্বে আসতে পারেননি একের পর এক রাজনৈতিক নিষেধাজ্ঞা ও মামলার কারণে।
এতদিন দলটির নেতৃত্বে ছিলেন বর্তমান মালয়েশিয়ার বর্তমান উপ-প্রধানমন্ত্রী ও আনোয়ার ইব্রাহিমের স্ত্রী ডা. ওয়ান আজিজাহ ইসমাইল। রোববার দলের কাউন্সিলে বিনা প্রতিদ্বন্দ্বীতায় প্রেসিডেন্ট নির্বাচিত হন আনোয়ার ইব্রাহিম। এছাড়া কাউন্সিলরদের ভোটে ডেপুটি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন আজমিন আলী।
নির্বাচিত চার জন ভাইস প্রেসিডেন্ট হলেন আনোয়ার কন্যা নুরুল ইজ্জাহ আনোয়ার, জুরাইদা কামারুদ্দিন, তিয়ান চুয়া ও জাভিয়ের জয়কুমার। একই দিন দলটির যুব সংগঠন ও নারী শাখার প্রধান এবং ২০ সদস্যের কেন্দ্রিয় কাউন্সিল নির্বাচিত করা হয়।
পিকেআর বর্তমানে মালয়েশিয়ার ক্ষমতাসীন জোট পাকাতান হারাপানের সবচেয়ে বড় দল। এই দলটির নেতৃত্বেই মূলত পাকাতান হারাপান গত এপ্রিলে অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী হয়েছে।
শেয়ার করুন প্লিজ

লেখক : verified_user

0 comments: