কলকাতার ছবিতে সোহানা সাবা

শেয়ার করুন প্লিজ

জনপ্রিয়
অভিনেত্রী সোহানা সাবা এবার
কলকাতার একটি ছবিতে চুক্তিবদ্ধ হলেন
তিনি। অয়ন চক্রবর্তীর পরিচালনায়
ছবিটির নাম ষড়ঋপু। রোমান্টিক
থ্রিলারে ভরা এই ছবিতে সাবার সহ
শিল্পীরা হলেন ইন্দ্রনীল সেনগুপ্ত,
চিরঞ্জিত চক্রবর্তী ও রজতাভ দত্ত।
ছবিটিতে আরও অভিনয়ে রয়েছেন
রুদ্রনীল ঘোষ, রায়েশ শর্মা,
সুদীপ্তা চক্রবর্তী ও
কনিনিকা বন্দ্যোপাধ্যায়। গেল ২৬
ফেব্রুয়ারি প্রেস কনফারেন্স
হয়েছে ছবিটির।
বর্তমানে সোহানা সাবা কলকাতায়
রয়েছেন। এ
সম্পর্কে সোহানা সাবা বললেন, ষড়ঋপু
আমার অভিনীত প্রথম আন্তর্জাতিক
চলচ্চিত্র। অনেক গুণী শিল্পীর
সাথে কাজ করতে পারছি। এটি আমার
জন্য অনেক বড় একটি পাওয়া।
আশা করছি সুন্দর একটি ছবি উপহার
দিতে পারবো। আগামী ২ মার্চ
থেকে ছবির শুটিং শুরু
হবে বলে জানা গেছে।
শেয়ার করুন প্লিজ

লেখক : verified_user

0 comments: