মিশা সওদাগর একজন জনপ্রিয় অভিনেতা। তিনি
প্রথম দিকে নায়ক চরিত্র অভিনয় করলেও
পরবর্তিতে খলনায়ক হিসেবে প্রচুর সুনাম
অর্জন করেন। তিনি চার শতাধিক সিনেমাতে
অভিনয় করেছেন।
চলচ্চিত্রে আগমন
অভিনয় জীবনের শুরু ১৯৮৬ সালে।
প্রথমে ‘চেতনা’,ও ‘অমরসঙ্গী’ ছবি
দুটোতে নায়কের চরিত্রে অভিনয় করেন।
তখন গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন মাত্র।
নায়ক চরিত্রে অভিনয় করে গ্রহণযোগ্যতা না
পেয়ে কয়েকজন খ্যাতিমান পরিচালকের
পরামর্শে ইয়াং ভিলেনের চরিত্রে অভিনয় শুরু
করেন। ১৯৯৪ সালে ‘যাচ্ছে ভালবাসা’ নামক
ছবিতে প্রথম ভিলেনের চরিত্রে অভিনয়
করেন।
উল্লেখযোগ্য চলচ্চিত্র
মিশা সওদাগর চার শতাধিক চলচ্চিত্রে অভিনয়
করেছেন।
তাঁর উল্লেখযোগ্য চলচ্চিত্র
হলো
→চেতনা
→শেষ ঠিকানা
→শেষ চিঠি
→আন্ধ বিশ্বাস
→ফুল নেব না অশ্রু নেব
→ও প্রিয়া তুমি কোথায়
→বিয়ের ফুল
→হট লাইন
→ঢাকাইয়া মাস্তান
→অল্প স্বল্প প্রেমের গল্প
→এক টাকার বউ
→কোটি টাকার কাবিন
→কোটি টাকার প্রেম
পুরস্কার ও সম্মাননা
মিশা সওদাগর মেরিল প্রথম আলো ও
চলচ্চিত্র শিল্প সমিতি পুরস্কার সহ অসংখ্য
পুরস্কার, সম্মাননা পেয়েছেন।
0 comments: